রাউজান প্রতিনিধি »
চট্টগ্রামের রাউজানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পথেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম রানা আচার্য্য (৩০)। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আচার্য্য পাড়ার সুভল আচার্য্যর ছেলে।
রাউজান থানার এএসআই সুজন কান্তি পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টায় নোয়াপাড়া পথেরহাটে অভিযান চালিয়ে সিআর মামলায় (মামলা নম্বর ২৩৭/২১ইং) পরোয়ানাভুক্ত আসামি সুভল আচার্য্যকে গ্রেফতার করে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।













