রাউজান প্রতিনিধি »
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে সাকিবা আকতার (০৬) ও আনিসা আকতার (০৬) নামে দুই চাচাতো-জেঠাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানিয়দের সাথে কথা বলে জানা গেছে, শমসের নগর এলাকার গাজীপাড়ার মোহাম্মদ জানে আলম মনু ও তার ছোট ভাই মাহাবুবুল আলমের দুই শিশু কন্যা বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় বাড়ীর পাশে গুন্ন মিয়া চৌধুরী পুকুরে গোসল করতে যায়। এতে মাহবুবুর শিশু কণ্যা আগেভাগে পুকুরে গোসল করতে পানিতে নামলে জানে আলমের শিশু কন্যা দেখতে পান তার চাচাত বোন পানিতে ডুবে যাচ্ছে। বিলম্ব না-করে ছোট চাচাত বোনকে বাচাতে জেঠাত বোন পানিতে নেমে পড়ে। এতে চাচাতো বোন সহ দুজনই পানিতে ডুবে মারা যায়। মর্মান্তিক এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে কোন শান্তনাই যেন দুই পরিবারকে থামাতে পারছেনা। অবুঝ এই দুই শিশু কণ্যার পিতা মাতা, পাড়া প্রতিবেশী আত্মিয়স্বজন সকলেই বাকরুদ্ধ। থেমে গেছে পরিবারের ঈদের আনন্দ। চলছে কান্না আর কান্না। পরিবারের আত্মচিৎকারে আল্লাহর আরশ যেন কেঁপে উঠছে।
উল্লেখ্য, জানে আলম মনু এর মেয়ে আনিসা দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট ও মাহবুবুল আলম এর মেয়ে সাকিবা দু-বোনের মধ্যে বড়।
বাংলাধারা/এফএস/এআর













