১৬ ডিসেম্বর ২০২৫

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি»

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মিসকাত (৪)  নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগষ্ট) দুপুর ১টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আলী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ঐ শিশু ছত্রপাড়া এলাকার প্রবাস ফেরত আমান উল্লাহর একমাত্র পুত্র।

স্থানীয় লোকজনের সুত্রে, বাড়ির পাশে পুকুরে কোন একসময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুকুরের পানিতে ডুবে মিসকাতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর মো. আজাদ হোসেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ