২৪ অক্টোবর ২০২৫

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রামের রাউজানে হামাগুড়ি দিয়ে পুকুরের পড়ে পানিতে ডুবে আহান চৌধুরী নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মীর বাগিছা এলাকায় আব্দুল হামিদ ফকিরের বাড়ির মুফিজুর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আহান রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধূরী বাড়ির রবিউল হোসেন চৌধুরীর ছেলে।

শিশুটির মামা মো. কায়ছার বলেন, আমাদের ফুফা (আহানের মায়ের ফুফা) মুফিজুর রহমান কয়েকদিন আগে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। আজ (শুক্রবার) তাকে দেখতে মায়ের সাথে শিশু আহান চৌধুরীও কদলপুরের মীরবাগিচায় তাদের বাড়িতে যান। সেখানে বিকাল তিনটার দিকে শিশুটিকে একটি কক্ষে ঘুম পাড়িয়ে দুপুরের খাবার খেতে যান। খাওয়া সেরে কক্ষে এসে দেখেন শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান হতে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে গহিরা জে.কে মোমেরোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘুমান্ত শিশুটি কিভাবে পুকুরে ডুবে তা রহস্যজনক মনে হচ্ছে।

স্বজনদের অনেকেই বলছেন, ঘুমান্ত শিশুটিকে জ্বীন-ভূতরা পুকুরে নিয়ে গেছেন। তবে স্থানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাশেম চৌধুরী বলেন, স্থানীয় মুফিজ মাস্টারের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসা ৮ মাস বয়সী একটি শিশু একটি কক্ষে ঘুম পাড়িয়ে তারা গল্প করছিলেন। শিশুটি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির পেছনে রান্নাঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এখানে কোন জ্বীন-ভূতে রহস্য নেই।

আরও পড়ুন