২৪ অক্টোবর ২০২৫

রাউজানে বাজার মনিটরিংয়ে প্রশাসন, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে রমজান মাসে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টা হতে উপজেলার নোয়াজিশপুরের নতুনহাট বাজার ও গহিরা বাজারে পরিচালিত অভিযানে ৯টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। তিনি বলেন, পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ অপরাধে প্রমাণিত হওয়ায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন