বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন দলুইনগর এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -৭, চট্টগ্রাম।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুফিয়ান(২৬) ও মোঃ রিদোয়ান আবেদীন (৩০)। সুফিয়ান রাউজানের দলই নগর গ্রামের ইব্রাহিম হানাফির ছেলে। অপরদিকে রিদোয়ান একই এলাকার নুরুল আফছারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাউজান থানাধীন দলুইনগর এলাকায় নোয়াজিশপুরে হোসেন মাইক সার্ভিস দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে তাদের কোমরে গুজানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ান শুটারগান, ১ টি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম