২৩ অক্টোবর ২০২৫

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু নাথ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঁচখাইন নাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু একই এলাকার সুকুমার নাথের ছেলে।

স্বজন ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে তিনি নিজের ঘরে ল্যাপটপ ব্যবহার করার সময়ে ল্যাপটপের তারে বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় তাকে পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা সুকুমার নাথ জানান, রাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরে সে ল্যাপটপ ব্যবহার করছিল। সে সময় হঠাৎ ল্যাপটপের তারের স্পৃষ্ট হয়ে চিৎকার দিলে আমি সাথে সাথে তার বিচ্ছিন্ন করি। আহত অবস্থায় তাকেন উদ্ধার করে পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন