চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ রহিম সাজ্জাদ (২৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত আব্দুল্লাহ রহিম একই গ্রামের প্রবাসী মো. আবদুল কুদ্দুসের ছেলে।
নিহতের ছোট ভাই সাব্বির জানান, আমাদের নির্মাণাধীন নতুন ভবনের কাজ করার সময় পানির মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সাজ্জাদ ওমানে একটি খাদ্যের দোকানে চাকরি করতেন। গত রমজান মাসে তিনি ছুটিতে বাড়িতে আসেন। আগামী মাসে ছুটি শেষে আবারও জীবিকার তাগিদে ওমানে পাড়ি দেওয়ার কথা ছিল। নিহত সাজ্জাদ ৩ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।













