চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনায় একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল্লাহ আল হামিম (২৩)। সোমবার রাতে তাকে আটক করার পর মঙ্গলবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সোমবার বিকেলে রাউজান উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মতবিনিময় সভা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভার সময় ১০-১৫ জন যুবক প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় খান তালাত মাহমুদ রাফি ও কয়েকজন নারী কর্মীর ওপর শারীরিক আক্রমণ চালানো হয়।
ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অভিযুক্ত আবদুল্লাহ আল হামিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুহাম্মদ বেলাল ১৫ থেকে ২০ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হামিম রাউজান আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে করিমের ছেলে ফারাজ করিমের প্রতিষ্ঠিত ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজান’ সংগঠনের সদস্য ছিলেন।
এই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গ্রেপ্তারের পর ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।













