বাংলাধারা ডেস্ক »
রাউজানে তিনতলা ভবনে ভেঙে পড়া গাছের ঢাল কাটতে গিয়ে নিচে পড়ে শফিকুল আলম চৌধুরী (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শফিকুল আলম চৌধুরী উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলেংগারা গ্রামের হেদায়েত আলী সারাংয়ের বাড়ির মৃত গোলাফুর রহমান চৌধুরীর ছেলে।
জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘূর্ণিঝড় অশনির হালকা বাতাসে বাড়ির তিনতলা ভবনে একটি গাছ ভেঙে পড়ে। সেই গাছের ঢালপালা কাটতে তিনতলা ভবনের ছাদে উঠেন শফিকুল আলাম চৌধুরী। ভেঙে পড়া গাছের ঢাল কাটতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে. কে. মেমোরিয়াল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।













