২১ জানুয়ারি ২০২৬

রাউজানে সাবেক এমপি গিয়াস কাদেরের অনুসারী খুন

রাউজানে সাবেক এমপি ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল নেতা জানে আলম সিকদার প্রতিপক্ষের গুলিতে খুন হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে আটটা নাগাদ হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা জানে আলম সিকদার নিজের বাড়ির সামনে পায়চারি করছিলেন। এ সময় মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে জানে আলমকে গুলি করে পালিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় উত্তাল হয়ে পড়েছে সমগ্র রাউজান।

রাউজানের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল।

উল্লেখ্য, ৫ আগস্টের পর রাউজানে ১৭টি হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে ১১ জনই গিয়াসউদ্দিন কাদেরের অনুসারী। বাকি ৬ জন পারিবারিক ও সামাজিক সহিংসতার শিকার। আজকের হত্যাকাণ্ডের শিকার জানে আলম সিকদারও গিয়াস কাদেরের অনুসারী।

আরও পড়ুন