বাংলাধারা ডেস্ক »
রাউজান উপজেলার সামাজিক, সেবামূলক সংগঠন ‘সুখী ফাউন্ডেশন’র ১০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ সংঘদান, অষ্টপরিষ্কার দান, অভিধর্মের আলোকে সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) উপজেলার মধ্যম বিনাজুরীতে সংগঠনের বর্ষপূর্তিতে এসব কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের অধ্যক্ষ বিনয়শীল বিনয়পাল মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন দেবমিত্র মহাথের।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বাঘমারা অপ্রমাদ বিদর্শন ভাবনা কেন্দ্রের অন্তেবাসী ভদন্ত আশিন শাক্যজ্যোতি থের এবং বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ড. বুদ্ধপাল মহাথের, ভদন্ত ডা. প্রজ্ঞামিত্র ভিক্ষু।
অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি মহাউপাসিকা কেমি বড়ুয়া মুক্তা, উদ্বোধক ছিলেন বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সমাজসেবক বাবু শিমুল বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও ৬ং বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সংঘপ্রিয় বড়ুয়া, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক বাবু সুকান্ত বড়ুয়া। এতে আরও অনেক প্রাজ্ঞ, পণ্ডিত ভিক্ষুসংঘ, সমাজহিতৈষী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
শিক্ষিকা দীপান্বিতা বড়ুয়া করবীর সঞ্চালনায় বান্দরবান লক্ষীমোহন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনাসাবা থের’র মঙ্গলাচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী সুদেষ্ণা বড়ুয়া এবং তবলায় সহযোগিতা করেন সীমান্ত বড়ুয়া।
এতে উদ্বোধনী বক্তব্য দেন বাবু শিমুল বড়ুয়া এবং স্বাগত বক্তব্য রাখেন ‘সুখী ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশে কর্মরত বাবু রিংকন বড়ুয়া (শুভ)।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক সুকান্ত বড়ুয়া, বাবু সংঘপ্রিয় বড়ুয়া, মিসেস কেমি বড়ুয়া মুক্তাসহ অন্যরা।
প্রধান সদ্ধর্মদেশক ভদন্ত শাক্যজ্যোতি থের অভিধর্মের ওপর দেড় ঘণ্টা দেশনা করেন। এরপর সভাপতি মহোদয়ের পরিচালনায় বিশ্বের সকল প্রাণির হিতসুখ মঙ্গল কামনায় অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে পুণ্যদান করেন।
অনুষ্ঠানের ২য় পর্বে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ডা. পিম্পল বড়ুয়া, ডা. দেবাশীষ বড়ুয়া, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. নূর ইসলাম বিনামূল্যে প্রায় ১৫০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
‘সুখী ফাউন্ডেশন’র সভাপতি শিক্ষক মিঠুন বড়ুয়ার সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে সংগঠনের ১০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।