রাউজান প্রতিনিধি »
চট্টগ্রামের রাউজানে প্রাইভেট হতে ফেরার পথে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবক মোরশেদ আলী উপজেলার চিকদাইর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের মৃত শাহ আলমের পুত্র।
সোমবার (২৯ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) মো. রিদোয়ানুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) মো. রিদোয়ানুল ইসলাম জানান, রাউজান পৌরসভায় ৬ নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকায় এক স্কুল ছাত্রী প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে অভিযুক্ত মোরশেদ আলী সাইকেলে তার পিছু নিয়ে শ্লীলতাহানির অভিপ্রায়ে নানান কথাবার্তা ও অঙ্গভঙ্গি করছিলেন বলে জানান ছাত্রীর মা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে মোরশেদ আলী (২৩) নামক এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নারীদের শ্লীলতাহানি ও হয়রানি বন্ধে ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।













