১১ নভেম্বর ২০২৫

রাউজানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

রাউজানে ওমান প্রবাসী ফখরুল ইসলাম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নজরুল ইসলাম ওরফে কালনকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে রাউজান থানার দক্ষিণ সর্ত্তা চিকদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে আট করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম রাউজান থানার দক্ষিণ সত্তা চিকদাইর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, নিহত ভিকটিম মো. ফখরুল ইসলাম একজন ওমান প্রবাসী ঘটনার ৪ মাস আগে দেশে আসেন। গত ২০১৮ সালের ১৮ অক্টোবর উম্মে হাবিবা এবং তার মা রাশেদা আক্তার তাকে হত্যার উদ্দেশ্যে কৌশলে তাদের ভাড়া করা ঘরে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে কিছু দুস্কৃতিকারী উপস্থিত ছিল। ফখরুল ইসলাম ঘরে প্রবেশ করার সাথে সাথে দুস্কৃতিকারীরা তাকে গামছা দিয়ে পা বেঁধে ফেলে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ভিকটিম মারা গেছে মনে করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশে মা ও মেয়ে উভয়েই শরীরে ও ঘরে আগুন লাগিয়ে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন আগুন নিভানোর জন্য এগিয়ে এসে পায়ে গামছা বাঁধা এবং অর্ধ জবাইকৃত গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে প্রথমে জে কে মেমোরিয়াল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই বছরের ২০ অক্টোবর ভিকটিম উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নুরুল আবছার আরও জানান, এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রাউজান থানায় ৪ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ঘটনায় অভিযোগপত্রে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নজরুল ইসলাম প্রকাশ কালনকে রাউজান থানার দক্ষিণ সর্ত্তা চিকদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ