রাউজান প্রতিনিধি »
চট্টগ্রামের রাউজানে ৬ ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাউজান পৌরসভার জলিল নগর ও গহিরা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অর্থদণ্ড দেওয়া হয়।
রাউজান উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, অভিযান পরিচালনা করে জলিল নগর এলাকায় সাধনা ড্রাগ হাউস, মদিনা ফার্মেসী এবং গহিরা এলাকায় হক ড্রাগস, পাবলিক মেডিকেল হল, নিউ পাবলিক মেডিকেল হল ও আর.আর ফার্মেসীকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর আলম দীন, মো. ঔষধ প্রশাসনের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু আকন্দসহ অন্যারা।













