চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উরকিরচর ইউনিয়নের বৈজ্জাখালী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন— বোয়ালখালী উপজেলা গোমদন্ডী ইউনিয়নের মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (৩০) ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের দোলন তালুকদার ছেলে অন্তু তালুকদার (২২)। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। বিয়ের বাজার করার জন্য শহরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জয় রাঙ্গামাটির কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।
কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, জয় চৌধুরী গত ১১ জুলাই থেকে ছুটিতে আছেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫০তম ব্যাচের ফায়ার ফাইটার। ২০১৪ সালের ২১ ডিসেম্বর চাকরি যোগদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর কোন প্রকার বাতি বা সংকেত ছাড়া রাতের আঁধারে বালুবোঝাই একটি ট্রাক অবস্থান করছিল। এ সময় হালকা বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ করে শহরমুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিলে দুই আরোহী মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক ইত্তেফাককে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের নিকটাত্মীয় উৎপল মহাজন অরুণ বলেন, নিহতরা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। তারা রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার সাকরদা গ্রামের বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাসের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের বাজার করার জন্য শহরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তাদের লাশ ময়নাতদন্তের তদন্ত জন্য হাসপাতালের মর্গে আছে।