৬ নভেম্বর ২০২৫

রাউজান প্রেস ক্লাবের ‘ছড়ার আসরে’ সংবর্ধিত হলেন ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রামে রাউজান প্রেস ক্লাবের আয়োজনে ছড়ার আসরে সংবর্ধিত হলেন একুশে পদকপ্রাপ্ত ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বিনাজুরি ইউনিয়নে ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার নিজ গ্রামের শুভালয় প্রাঙ্গণে ছড়ার আসরে এই সংবর্ধনা দেওয়া হয়।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় আসরে স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।

আসরে প্রধান অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাবেক ইউপি চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বিনাজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, ইউপি সদস্য  নেপাল মহাজন।

আসরে সুকুমার বড়ুয়াকে নিয়ে স্বরচিত ছড়া পাঠ করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছড়াকার সরোয়ার রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ সভাপতি এএম মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক এম দিদারুল আলম, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, মিলন বড়ুয়া, নুর মোহাম্মদ, মো.রবিন।

এ সময় সুকুমার বড়ুয়ার ছেলে অরূপ রতন বড়ুয়াসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আসরে ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া তাঁর ছন্দে জাদুতে মাতিয়ে তোলেন।

আসরে বক্তারা বলেন, ছন্দের জাদুকর , ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া আমাদের রাউজানের গর্ব। তার খ্যাতি আজ জগৎজোড়া। তিনি বাংলা ছড়াসাহিত্যের অবশ্যম্ভাবী স্তম্ভের একজন। তার আলোতে আলোকিত রাউজান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ