সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের রাউজান উপজেলা তথা চট্টগ্রাম-৬ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে বিএনপির হাইকমান্ড। বহুল আলোচিত এ আসনে বিএনপির হয়ে লড়াই করবেন দলের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান (পদ স্থগিত) ও রাউজান–রাঙ্গুনিয়ার সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার ঘোষণা দেন।
৫ আগস্ট পরবর্তী অস্থিরতার পর অবশেষে সিদ্ধান্ত গত কয়েক মাসে একের পর এক হত্যাকাণ্ড, সংঘর্ষ ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে রাউজান উপজেলা ছিল সারাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এসব বিবেচনায় নিতে হাইকমান্ড সময় নিলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ওপরই আস্থা রাখল দল।
এই আসনে প্রার্থী হওয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারও মনোনয়ন চেয়েছিলেন।
বহুমাত্রিক বিবেচনায় মনোনয়ন
বিএনপি সূত্র জানায়, মাঠপর্যায়ের জরিপ, সাংগঠনিক দক্ষতা, সাধারণ মানুষের অনুভূতি, ১৭ বছরের ত্যাগ–সংগ্রাম, দমন-পীড়নের মধ্যেও দলীয় আনুগত্য, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং সাবেক এমপি হিসেবে গ্রহনযোগ্যতা সব মিলিয়েই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়।
তিনি এর আগে রাউজান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি রাঙ্গুনিয়া আসন থেকেও এমপি ছিলেন।
এক স্থায়ী কমিটির সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন
“গিয়াস কাদের বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে শুরু করে শহীদ জিয়া ও বেগম জিয়ার ঘনিষ্ঠ সহচর তিনি দলের প্রতি যে আনুগত্য দেখিয়েছেন, তার ফলই এই মনোনয়ন।”
ভাইস-চেয়ারম্যান পদে পুনর্বহালের ইঙ্গিত
রাউজানে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষের পর গত জুনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাইস-চেয়ারম্যান পদ স্থগিত করে দল। একইসঙ্গে গোলাম আকবর খন্দকারকে উত্তর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
হাইকমান্ড সূত্র বলছে, খুব শিগগিরই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে আবারও ভাইস-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হবে।
রাউজানে আনন্দ-উচ্ছ্বাস
মনোনয়ন ঘোষণার পরপরই রাউজানের মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। মিছিল-মোনাজাত আর শোকরানায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবের সুলতান কাজল বলেন “গিয়াস ভাইয়ের মনোনয়ন ত্যাগ ও আনুগত্যের পুরস্কার। রাউজানের প্রকৃত অভিভাবককে বেছে নেওয়ায় দলের নীতিনির্ধারকদের ধন্যবাদ জানাই।”













