আলমগীর মানিক, রাঙামাটি »
রাঙামাটিতে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এই ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন ঘোষণা করেন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহ্বাজ আমিনুল ইসলাম, খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে ২য় সভায় কাউন্সিল অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।













