রাঙ্গামাটি প্রতিনিধি »
‘পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে রাঙামাটি জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদ্যাপন করা হয়েছে।
এই উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) রাঙামাটি শহরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভাসহ দিবসটি উপলক্ষে আয়োজিত নানান প্রতিযোতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। র্যালীটি সকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় সম্মুখ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা পুলিশ সুপার আলমগীর কবির এর সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি হিসেবে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ছাড়ার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, প্যানেল মেয়র জামাল উদ্দিন, সদর উপজেলরা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অভ্যস্থ দেশগুলোতে কমিউনিটি পুলিশিং, বর্তমানে, উত্তম পুলিশিং এর সমার্থক শব্দে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং হল এমন একটি পুলিশিং ব্যবস্থা যেখানে কমিউনিটি সদস্যদের উদ্বেগ সৃষ্টিকারী সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধ বিষয়ক সমস্যাগুলো সমাধানের জন্য পুলিশ ও জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে কাজ করে। পুলিশ এখানে শুধু অপরাধীদের গ্রেফতার, তদন্ত, আলামত বা নিষিদ্ধ বস্তু উদ্ধার কিংবা অপরাধীদের আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার মধ্যে সীমীত থাকে না।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং অপরাধের কারণগুলো খুঁজে বের করে সেসব দূর করা এবং অপরাধীদের পুনর্বাসনের মতো সামাজিক কল্যাণকর কাজেও অংশগ্রহণ করে। সমাজে যাতে কোন অপরাধ সংগঠিত হতে না পারে সে সমাজে অপরাধগুলো পুলিশের কাছে প্রশাসনের কাছে উপস্থাপন করার জন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে বলেও মন্তব্য করেন প্রধান অতিথি।
বাংলাধারা/এফএস/এএ













