রাঙামাটি প্রতিনিধি »
লকডাউনের কারনে পার্বত্য জেলা রাঙামাটির রাজবন বিহারে পর্যটক ও পূর্ন্যাথীদের প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় চরম খাদ্য সংকটে পড়ে হাজারো বন্য বানর। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে উঠে আসলে বিষয়টি রাঙামাটির জেলা প্রশাসকের নজরে আসে। তারই ধারাবাহিকতায় ক্ষুদার্থ হাজারেরও অধিক বানরের জন্য খাদ্য সহায়তা প্রধান করার উদ্যোগ নেওয়া হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধাধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থস্থান রাজ বনবিহার এলাকার বনাঞ্চলে আশ্রয় নেওয়া এসকল বন্যবানরদের মাঝে মিষ্টি কুমড়া আর মোটর শুটি বিতরন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.মামুন ও এনডিসি বোরহান উদ্দিন মিঠু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা, ৬নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমাসহ অন্যান্য জেলা প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
রাজবন বিহার কর্তৃপক্ষ জানায়, রাজবন বিহার এলাকায় প্রতিনিয়ত বাড়ছে বানরের সংখ্যা। করোনার কারণে বিহারে পুন্যার্থী ও পর্যটকদের আগমন কম হওয়ায় বানরদের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়। বিহার থেকে যে খাবার পাচ্ছে তাও পর্যাপ্ত নয়। ক্ষুদার্থ বানরদের বানরের উপদ্রবও বেড়ে যায়।
বাংলাধারা/এফএস/এআর













