২৫ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে ট্রাকে গুলিবর্ষণ ও স’মিলে অগ্নিসংযোগ, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটিতে চাঁদার দাবিতে কাঠ বোঝাই ট্রাকে গুলিবর্ষণ ও স’মিলে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন মালিক শ্রমিক-ঐক্য পরিষদ।

এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

বৃহষ্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাস এলাকায় মহা সড়কে এ সমাবেশ করা হয়। এ সময় সড়কে ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে।

চট্টগ্রাম রাঙামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখে,ন চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আরও বলেন, উপজাতীয় সন্ত্রাসীদের অপতৎপরতায় সাধারণ শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

আরও পড়ুন