৩০ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে ট্রাক-পিকআপ চালকদের অনুদান প্রদান

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সদস্যদের মাঝে মৃত্যু ফান্ড ও অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ট্রাক টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তার অর্থ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মূছা মাতব্বর।

ট্রাক-মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, ট্রাক-মিনিট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি হাজী মো. সাব্বির আহাম্মদ ওসমানী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাক-মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু কিশোর চৌধুরী। এছাড়াও সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উক্ত সংগঠনের যে সকল সদস্য ইতোমধ্যেই মারা গেছে তাদের পরিবারসহ অন্যান্য দুঃস্থ সদস্যদের সন্তানদের বিবাহভাতা ও চিকিৎসা ভাতা বাবদ অনুদানের নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন