২৪ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে পাচারের সময় লাখ টাকার কাঠ জব্দ

রাঙামাটি প্রতিনিধি»

রাঙামাটির রাজস্থলীতে পাচারের সময় ৮ লাখ টাকার সেগুন, গোলকাঠ ও রদ্দা কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় পাচারকাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।  শনিবার (২৮ মে) রাত ৯টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে এসব কাঠ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান বন বিভাগের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাঙামাটির বাঙালহালিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় কাঠ পাচারকালে একটি পিকআপ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই পিকাপ থেকে বেশকিছু সেগুন, গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন