রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি পাবলিক হেল্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের নাম আবু দাউদ, ঈসা রুহুলুল্লাহ। তারা দুইজনই গোয়েন্দা সংস্থার সদস্য বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ওই দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদী যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় আসলে প্রথমে সিএনজির সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরে রাস্তার পাশ দিয়ে আসা পাহাড়ীকার চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে যায়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ঘটনারস্থলে গেছেন এবং লাশ দুটি রাঙমাটি সদর হাসপাতালে পাঠানোয় হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।













