আলমগীর মানিক, রাঙামাটি
পার্বত্য জেলা রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন।
রোববার বিকেলে জেলার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া ও রাইখালীর ফেরিঘাট এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফল ব্যবসায়ী ইব্রাহিম (৪০), মিজানুর রহমান শুভ(২০) ও পারুল দাশ (৫০)। এ বিষয়ে নিশ্চিত করেছেন কোতয়ালী থানা ও চন্দ্রঘোনা থানা পুলিশ।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববারও রাঙামাটির দুই বাসিন্দা ইব্রাহিম ও শুভ চট্টগ্রামের অক্সিজেন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিকেলে রাঙামাটিস্থ নিজ বাসায় মোটরসাইকেলযোগে ফেরার সময় ঘাগড়ার মোড়ে বিপরীতমুখী একটি অজ্ঞাতনামা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত ইব্রাহিমের স্ত্রী পারভীন আক্তার জানান, একটি গাড়ির সাথে সংঘর্ষে আমার স্বামী ও আমাদের ব্যবসায়িক পার্টনার শুভ গুরুত্বর আহত হন। পরে সেনাবাহিনীর লোকজন তাদের গাড়ি দিয়ে দুইজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিহত মিজানুর রহমান শুভ রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী এবং বিধবা বৃদ্ধ মায়ের একমাত্র ছেলে সন্তান বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, দুইজনের মধ্যে শুভ নামের এক যুবক হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপরজন ইব্রাহিম জরুরি বিভাগে আনার কয়েক মিনিটের মধ্যেই মারা গেছেন। মূলত দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েই এই দুজন মারা গেছেন।
কোতয়ালী থানার এসআই সাগর বড়ুয়া হাসপাতালে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরিকালে প্রতিবেদককে জানান, খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, রোববার বিকেলে অপর এক সড়ক দূর্ঘটনায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
নিহতের নাম পারুল দাশ (৫০)। তিনি চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার বাসিন্দা।
রোববার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বাঙ্গালহালিয়া থেকে আসা বালুবাহী একটি ট্রাক রাইখালি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এই সময় পারুল ও তাঁর স্বামী মাখন দাশ গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপি ঈগল বলেন, হাসপাতালের আনার আগে পারুল মারা যান। আঘাত গুরুতর হওয়ায় অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।













