২৫ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ উদ্ধার

রাঙামাটিতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ও ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ১ নম্বর আগরবাগান এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে কি কারণে এই হত্যাকাণ্ড সে ব্যাপারে কিছুই জানা যায়নি।  তবে পুলিশের ধারণা, ২০-২৫ দিন আগেই এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, মাথা রশিতে ঝুলন্ত ও দেহটির নিচে পাওয়া গেছে। মরদেহটি ২০-২৫ দিন আগের হতে পারে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন