রাঙামাটি প্রতিনিধি »
‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম-শহরের উন্নতি’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির বাস্তবায়নে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তপস রঞ্জন পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান (বাবু), ২নং ওয়ার্ডের কাউন্সিলর করিম আকবর, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, ১,২ ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্তা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সোমা বেগম পূর্ণিমা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের জুবায়তুন নাহার ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরাসহ রাঙামাটি জেলা স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
পরে শহরের রাস্তা-ঘাট পরিষ্কার করাসহ পথচারী ও চালকদের হাতে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













