২৮ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে মুসল্লীদের বিক্ষোভ সমাবেশ

আলমগীর মানিক  »

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজনে পৌরসভা চত্বর থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এসে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে। তখন মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার মহানবী সাঃ কে অবমাননা করা হয়েছে। এতে করে বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে। ফ্রান্সকে এমন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদ করতে হবে। ফ্রান্সের পন্য বর্জন করার ফলে প্রায় ২৫ মিলিয়ন ক্ষতি হয়েছে, তাই ফ্রান্সের পন্য বর্জন ও ফ্রান্সকে বয়কট করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি এনামুল হক মৃধা, সাবেক সভাপতি ও উপদেষ্টা জসিম উদ্দীন, সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি ইসমাইল হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলিম জনতা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন