রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটি কাউখালীতে সৎ পিতা কর্তৃক ২০ বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও যৌনপীড়নের অভিযোগে সৎ পিতা রাজু বিকাশ তঞ্চঙ্গ্যাকে (৪২) গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
উপজেলার ঘাগড়া ইউনিয়ের পাগলী পাড়াতে কার্বারী সালিশ বৈঠক চলাকালে তাকে গ্রেফতার করা হয়। আটক রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা (৪২) উপজেলার ঘাগড়া ইউনিয়নের ইউনিয়নের পাগলী পাড়া এলাকার মৃত জয়লাল তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ বছর পূর্বে ভিকটিমের বাবার সাথে ডিপোর্স হওয়াতে মা এলাকার রাজু বিকাশ তঞ্চঙ্গ্যা সাথে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়ের বয়স ১৩ হওয়ার পর থেকে সৎ বাবার লালসার স্বীকার হয় ওই মেয়ে। ৬ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রথম ধর্ষণের স্বীকার হয় মেয়ে এবং একথা যদি কারো কাছে প্রকাশ কর তাহলে তাকেসহ তার মাকে খুন করে ফেলবে বলে হুমকি দেন। এর পর থেকে নানা সময়ে পাশবিক নির্যাতন চালায় পিতা নামের পাষণ্ড নরপশু।
ভিকটিমের মা জানান, তার মেয়েটি ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন প্রথম ধর্ষর্ণের শিকার হই। মেয়েটি ওই ঘটনার পরদিন মাকে জানায়, মা অভিযুক্ত ধর্ষক পিতাকে জানালে মারধর করে মাকে। এরপর মাঝে মাঝেই মদ পান করে তার সৎ বাবা তাকে কুপ্রস্তাব দিত। ওই প্রস্তাবের বিষয়ে মাকে জানালে বিষয়টি দেখবে বলে জানায়। কিন্তু মা হয়ে তিনি মেয়ের ইজ্জত রক্ষা করতে পারেনি উভয়ে বিভিন্ন সময় মারধরের শিকার হন। গত ১০ ফেব্রুয়ারি রাতে পুনরায় মদ খেয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি মাকে জানায়। এসময় ভিকটিমকে মেরে কান কেটে দেয় সাথে মাকে মেরে পেলার চেষ্টা করে। এসময় ভিকটিম মেয়ে ও মা ঘর থেকে পালিয়ে গিয়ে স্থানীয় পাড়ার কার্বারি লক্ষী কুমার তঞ্চঙ্গ্যাকে বিচার দেয়।
বুধবার রাতে কারবারি আদালতে বিচার চলাকালীন সময়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে খবর আসে ধর্ষণের ঘটানাটি মারধরের ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দুর্গম এলাকা হওয়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় কাউখালী থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে নরপশু পিতাকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাউখালী থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, ভিকটেমের মা বাদী হয়ে ধর্ষণকারী সৎ পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। আমরা অভিযুক্তকে আদালতে পাঠিয়েছি।
				












