কাপ্তাই সেনা জোন এবং কাপ্তাই থানা পুলিশের যৌথ অভিযানে গরুর ট্রাক এবং অন্যন্য গাড়ি থেকে চাঁদাবাজি করার সময় জেএসএস (মূল) এর সশস্ত্র কালেক্টর বাসি মং মারমা (৪৫) এবং অংসি মং মারমা (৩৫)কে গ্রেফতার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে গত ২৭ জুন দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকায় কাপ্তাই উপজেলার বালুচর ষ্টিল ব্রিজের পাশের নির্জন স্থানে কাপ্তাই লিচুবাগান রাস্তা দিয়ে চলাচলকারী গাড়ি আটকিয়ে ৫-৬ জন ব্যক্তি কর্তৃক চাঁদা আদায়ের সময় অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে আটক করা হয়। এসময় চাঁদাবাজিতে ব্যবহৃত ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও চাঁদার নগদ অর্থসহ আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাকি ৩-৪ জন পাহাড়ি সন্ত্রাসী পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসি মং মারমা এবং অংসি মং মারমা উভয়ের ঠিকানা চন্দ্রঘোনা থানার কারিগর পাড়া এলাকায়। বাসি মং মারিমা পূর্বেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) এর হয়ে চাঁদাবাজি করার সময় আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে এক বছর কারাভোগ করে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে স্থানীয়রা।
চাঁদাবাজির ব্যাপারে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নূর উল্ল্যাহ জুয়েল-পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে। এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রনে কাপ্তাই জোন কঠোর অবস্থানে রয়েছে। তাই প্রতিটি এলাকায় স্থানীয় জনগণকে সন্ত্রাস প্রতিরোধে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান।












