রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মধ্যম পাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সবুজ (২৬) নামের এক যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাচালং বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাঘাইছড়ি থানার উপপরিদর্শক এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন।
ধর্ষণের শিকার ছাত্রীর মা বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে একমাত্র আসামি সুবজকে (২৬) আটক করে পুলিশ।
আটক সবুজ উপজেলার চৌমুহনী বাজারে কাচালং গ্লাস হাউজের মালিক। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতকে রাঙামাটির আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।













