২৫ অক্টোবর ২০২৫

রাঙামাটিতে স্ত্রীর মৃত্যুর ৭ ঘন্টা পর স্বামীর মৃত্যু, বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটিতে পৃথক ঘটনায় দুই উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের বাসিন্দা কৃষক জোতিষ বিকাশ চাকমা ও কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের বাসিন্দা মাখন দাশ।

জানা গেছে, সোমবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়িতে আকস্মিক ঘূর্নিঝড় ও বজ্রপাতসহ শিলাবৃষ্টিকালে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে কৃষক জোতিষ বিকাশ চাকমার মৃত্যু হয়। এসময় বজ্রপাতে নিহত জোতিষ চাকমা বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নে পাবলাখালি গ্রামের বাসিন্দা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কায়ুম জানান, আকস্মিক ঝড়ো-হাওয়া ও বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন এবং উপজেলার বিভিন্ন এলাকার কাচা ঘরবাড়ি গাছপালা ও ফসলে জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর ৭ ঘন্টা পর মারা গেছেন স্বামী মাখন দাশ।

এর আগে রোববার বিকেলে মাখন ও তার স্ত্রী চন্দ্রঘোনার রাইখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশনারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মাখনের স্ত্রী পারুল দাশ মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মাখন দাশকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৭ ঘন্টা পর মাখন দাশও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতি পারুল দাশ ও মাখন দাশ চট্টগ্রাম মহানগর পাথরঘাটা এলাকার কালিবাড়ী আসমানী রোডের বাসিন্দা বলে জানায় পুলিশ।

আরও পড়ুন