আলমগীর মানিক »
বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ তার সরকারি ফেসবুক আইডিতে ষ্ট্যাটাসের মাধ্যমে জানান, রাঙামাটিতে তাঁর নাম ব্যবহার করে রাঙামাটির বিভিন্ন স্তরের ব্যবসায়ি থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে করোনা প্রতিরোধক সামগ্রী ক্রয় করার জন্য বিকাশ নাম্বারে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র।
কয়েকদিন ধরেই এই ধরনের কর্মকান্ড চলতে থাকলে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। সাথে সাথেই বিষয়টি বিবেচনায় এনে জেলা প্রশাসক সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, কে বা কারা একটি দুষ্টু, প্রতারক চক্রের দল জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে কভিড-১৯ প্রতিরোধক সামগ্রী ক্রয় করার কথা বলে জেলা শহরের ব্যবসায়ী, হোটেল মালিকসহ বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ নাম্বারের মাধ্যমে টাকা দাবি করছে।
প্রতারক দুষ্টু চক্রের ফাঁদ থেকে ব্যবসায়ী সমাজসহ সকলকে সতর্ক থাকতে আহ্বান জানান জেলা প্রশাসক।
বাংলাধারা/এফএস/এইচএফ/এআর













