২৮ অক্টোবর ২০২৫

রাঙামাটির রিজার্ভ বাজারে ইয়াবাসহ আটক ৪

নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করার সময় ধাওয়া করে চার মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।

রোববার (১৮ জুন) রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—ইব্রাহিম (৪৩), আবু তাহের (৩৯), মোঃ আব্দুল মতিন(৩৩) ও মোঃ রায়হান(১৯)।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশ হোটেল হিল এড্রেস এর সম্মুখে ইয়াবা বিক্রি হচ্ছে খবর ধাওয়া তাদের আটক করে।

আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন