৪ নভেম্বর ২০২৫

রাঙামাটির হতদরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষার আশ্রয়স্থল “স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ”

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটি দারিদ্রতার কারনে প্রাথমিক শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসার লক্ষ্যে স্বপ্নবাজ কিছু তরুনদের মাধ্যমে রাঙামাটিতে যাত্রা শুরু করে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান।

সম্পূর্ন বিনামূল্যে দরিদ্র পরিবারের শিশুদের প্রাথমিক স্তরের শিক্ষা প্রদানের লক্ষ্যে গঠিত এই প্রতিষ্ঠানটি বুধবার তৃতীয় বর্ষে পদার্পন করেছে। এই লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠে অধ্যায়নরত ৫০জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেছেন রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলার সভাপতি আজাদ সিদ্দিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যাক্ষ তাছাদ্দিক হোসেন কবীর, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল আলম মুন্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে রাঙামাটি স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এর ২য় বর্ষপূর্তির কেক কাটা হয়। উল্লেখ্য, রাঙামাটি শহরের প্রাথমিক শিক্ষা বঞ্চিত গরীব অসহায় শিশুদের প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসার লক্ষ্যে শহরের শান্তিনগরে গত ২০১৭ সালের ২৫শে ডিসেম্বর স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করে একদল উদ্যামী তরুন।

নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় আর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচালিত এই বিদ্যাপীঠে বর্তমানে ৫০জন শিশুকে বিনামূল্যে প্রাথমিক স্তরের শিক্ষা প্রদানসহ শিক্ষা সামগ্রী প্রদান করে আসছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যরা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ