২৩ অক্টোবর ২০২৫

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ওপর হামলার প্রতিবাদে

রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ

রাজধানী ঢাকায় গতকাল বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ওপর হামলার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ি শহরে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে ও দুপুরে রাঙামাটিতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি পাঠ্যবই থেকে সরিয়ে নেওয়া গ্রাফিতির ছবি পুনর্বহালের দাবি জানানো হয়।

আজ দুপুর ১২টার দিকে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বিক্ষোভের আয়োজন করে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি কলেজের শিক্ষার্থী সুজন চাকমা। সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন যুব ফোরামের সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিবেদী তঞ্চঙ্গ্যা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রুমেন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সদস্য উজাই মারমা।

সমাবেশে বক্তারা বলেন, গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে সরকার পাহাড়িদের কথা ভাববেন, এমনটা আশা ছিল পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে। কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমলে যে ধরনের দমন, নির্যাতন ও অত্যাচার হয়েছে, এখনো তেমনটাই চলছে।

এর আগে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শিল্পকলা একাডেমি, উত্তর কালিন্দীপুর, বিজয় সরণি ও জেলা পরিষদ ফটক এলাকা প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি আবার জিমনেসিয়াম এলাকায় এসে শেষ হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনা, হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা ও পাঠ্যপুস্তক থেকে বাতিলকৃত জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি পুনর্বহালসহ পাঁচ দফা দাবি জানানো হয়।

খাগড়াছড়ি

খাগড়াছড়ি সরকারি কলেজ চত্বর থেকে হামলার প্রতিবাদে আজ সকালে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কয়ারে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী উক্যানু মারমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নেপলিয়ন চাকমা, মংসাই মারমা, তুষিতা চাকমা, হ্লাবে মারমা, নিশান চাকমা, অংশোয়ে শিং মারমা, নয়ন ত্রিপুরা, বাবু চাকমা প্রমুখ।

ঢাকায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী–জনতা। আজ দুপুরে রাঙামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে। সুপ্রিয় চাকমা।

এ সময় বক্তারা বলেন, পাহাড়িদের দাবি আদায়ের আন্দোলন দমন–পীড়নের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করছে। তবে দমন–পীড়ন সত্ত্বেও অধিকার আদায়ে পাহাড়িরা আন্দোলন চালিয়ে যাবেন। বক্তারা অবিলম্বে ঢাকায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি জেলা সদর ছাড়া দীঘিনালা, পানছড়ি, লক্ষ্মীছড়ি, গুইমারা, রামগড়, মানিকছড়িসহ বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত শিক্ষার্থী যোগ দেন।

আরও পড়ুন