২ নভেম্বর ২০২৫

রাঙামাটি শহরে ভাড়াটিয়ার চুলার আগুনে পুড়লো ৫ বসতঘর

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটি শহরের এসপি অফিস সংলগ্ন এলাকায় আকস্মিক আগুনে ৫টি বসত ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটার বাবুল সুওদাগরের মালিকানাধীন ভাড়ার বাসার রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ক্ষনিকের মধ্যেই আগুন পার্শ্বোক্ত আরো কয়েকটি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও কোতয়ালী থানা পুলিশের সদস্যরা এসে ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এরই মধ্যে পাঁচটি রুম সম্পূর্ন পুড়ে যায়।

স্থানীয়রা জানিয়েছে বাবুল সওদাগরের ভাড়াটিয়া রশিদের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্থ বাসার মালিক জানিয়েছেন, আগুনে তাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে আগুনের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ