পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলায় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) তাদের পুরনো কৌশল অনুযায়ী কিছু পাহাড়ি মহিলাকে সামনে এনে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সেনা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। এমনকি উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অপচেষ্টাও চালায় তারা। তবে সেনাবাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়।
সম্প্রতি পার্বত্য অঞ্চলে কয়েকটি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান পার্শ্ববর্তী দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে, যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। দেশবিরোধী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।