চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার সৈয়দ সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ গেটের পাশ থেকে লাশটি উদ্ধার করে কয়েক জন পথচারী একটি সিএনজি চালিত অটোরিকশা করে চিকিৎসার জন্য রাউজান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটের সামনে নিয়ে গেলে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত ধারণা করা হচ্ছে, হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’