২৩ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’জনকে অর্থদন্ড 

রাঙ্গুনিয়া কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দু’জনকে দেড়লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে বেতাগী সৌদিয়া ডাবল গেইট কর্ণফুলী নদীর মাঝে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

দন্ডপ্রাপ্তরা হলেন- মো. দিদার আলম (৪৫), পিতা মো. ইদ্রিছ, গ্রাম পশ্চিম সরফভাটা, মোহাম্মদ আলী আকবর গাজী (৫৫), পিতা ওসমান গাজী, ভোলা জেলা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বেতাগী সৌদিয়া ডাবল গেইট কর্ণফুলী নদীর মাঝে ইজারার বহি:ভূত স্থান হতে অবৈধ ভাবে বালু তোলা হচ্ছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা দু’জনকে আটক করে। এসময় ভ্রাম্যমান আদালত দিদার আলমকে এক লক্ষ টাকা ও আলী আকবর গাজীকে পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজ করবে না মর্মে মুছলেখা দেয় তারা।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান বলেন, অবৈধ বালু তোলা বন্ধে প্রশাসন তৎপর রয়েছে।

 

বাংলাধারা/ এফইএমএফ

আরও পড়ুন