৫ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৪ বসতঘর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৩টি কাঁচা ও একটি সেমিপাকা বসতঘর। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর নুরুল আবছার বলেন, আগুনে আকলিমা বেগম, খুরশিদা বেগম, মো. ওসমান ও লালু মিয়াসহ চার পরিবারের সবকিছুই পুড়ে যায়। চার পরিবারের ৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার (দলনেতা) মো. জাহেদুর রহমান বলেন, ‌‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ