২৪ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় আম পাড়তে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মধ্যম ভূমিরখীল গ্রামে আম পাড়তে গিয়ে একটি পরিত্যক্ত ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আনাস (৭) ও ইয়াছিন আরফাত (৫), দুজনেই চাচাতো ভাই।

শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ৩টার দিকে শিশু দুটি নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত আনাস ওই গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে এবং ইয়াছিন আরফাত মো. ফোরকানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাড়ির পাশে মাটি ভরাটের জন্য খনন করা একটি ডোবা রয়েছে। বৃষ্টির পানিতে সেটি ভরে সমতলের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। পাশে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে দুই শিশু ডোবায় পড়ে যায়।”

তিনি আরও জানান, “দুই শিশুর একজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে অপর শিশুর মরদেহ ঘটনাস্থলেই উদ্ধার করা হয়।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসতর্কভাবে ফেলে রাখা জলাবদ্ধ স্থানের বিপজ্জনক পরিণতি নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন