চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিবুউ মারমা (৩৫) নামের এক উপজাতি ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সরফভাটা ইউনিয়নের কাইন্দারকূল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিবুউ মারমা’র বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলাপাড়া মারমা পল্লীতে।
স্থানীয় সূত্র জানায়, শিবুউ মারমা উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে যাচ্ছিল। ওই সময় পথে সরফভাটার কাইন্দারকূল এলাকায় রাস্তায় পেয়ে অতর্কিত গুলি চালিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,” ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুকে গুলি লেগে ওই ব্যক্তি মারা গেছে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এআরই/বাংলাধারা