চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, এ দুইটি কেন্দ্রে এইচএসসি এবং রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা, এ একটি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এই দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৩’শ ৬৪ জন। প্রথম দিন বাংলা পরীক্ষায় উপস্থিত ছিলো এক হাজার ১ হাজার ৩’শ ৪১ জন। অনুপস্থিত ছিলো ২৩ জন। এদিকে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২’শ ৮ জন। প্রথম দিন কুরআন মাজিদ ও তাজবীদ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৮ জন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্থাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাধারা/এফইএমএফ