২৪ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় খেলোয়াড় সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বর্তমান খেলোয়াড় সমিতিকে হারিয়ে জয়লাভ করেন ৮০ দশকের খেলোয়াড় একাদশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উত্তর রাঙ্গুনিয়া হাইস্কুল মাঠে উত্তর রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ৮০ দশক খেলোয়াড় একাদশ বনাম বর্তমান খেলোয়াড় সমিতির নবীন একাদশ।

৮০ দশকের খেলোয়াড় একাদশ দলের মীর মো. আজমগীরের নেতৃত্বে সবুজ দল এবং বর্তমান খেলোয়াড় সমিতির নবীন দলের নাহিদের নেতৃত্বে লাল দল খেলায় অংশ গ্রহণ করে।

অনুষ্ঠিত নির্ধারিত সময়ের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে শূন্য গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৫-৩ গোলে জয়লাভ করে ৮০ দশকের খেলোয়াড় একাদশ। ম্যাচটি পরিচালনা করেন কৃতি ফুটবলার ওসমান ফারুক। তাঁর সহকারী হিসেবে ছিলেন জাহেদুল ইসলাম খোকন ও মো. রাহাদ।

টসে জিতে প্রথমে খেলোয়াড় সমিতির নবীন দলের অধিনায়ক নাহিদ গোলবার পছন্দ করেন। ফলে কিক অফের মাধ্যমে খেলা শুরু করেন প্রবীণ দলের অধিনায়ক মীর মো. আজমগীর।

খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য শেষে রেফারি ওসমানের শেষ বাঁশি দেওয়ার আগ পর্যন্ত শূন্যগোলে খেলা শেষ হয়। ফলে ফলাফল নিশ্চিত করতে নেওয়া হয় টাইব্রেকারের সহায়তা। টাইব্রেকারে ৮০ দশকের প্রবীণ খেলোয়ার একাদশ ৫-৩ গোলে জয়লাভ করেন।

খেলার ধারাবিবরণী অ্যাডভোকেট আজিম উদ্দিন লাভলুর সঞ্চালনায় ও ৮০ দশকের কৃতি খেলোয়াড় ডা. শাহ আলম তালুকদারের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য মো. হারুন আল রশিদ।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, লালানগর ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আ. লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ফজলুল কাদের, আনোয়ার হোসেন, খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি হারুনুর রশিদ মাসুম, বিদায়ী সভাপতি মীর মো. আজমগীর, কায় কাউচ টিটু, গিয়াসউদ্দীন হায়দার শওকত, মো. ইদ্রিছ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হারুন আল রশিদ বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা চর্চায় যুব সমাজ ব্যস্ত থাকলে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। যত বেশি ক্রীড়ার চর্চা হবে তত বেশি যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। এ জন্য যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায় অবদান রাখতে হবে।

পরে প্রীতি ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ন ৮০ দশক খেলোয়াড় একাদশের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বর্তমান খেলোয়াড় সমিতির নবীন খেলোয়াড়দের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়।

এর আগে খেলা শুরুর পূর্বে মো. কামাল উদ্দীনকে সভাপতি ও মো. রাসেলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য উত্তর রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন