রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের রাজঘাটা ঈদগাহ শাহী জামে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গ্রামবাসীর মালিকানাধীন ছাগলখাইয়া দীঘিসহ সরকারি বিভন্ন জায়গা দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা এর প্রতিবাদ করলে এলাকাবাসীকে গণহারে মিথ্যা মামলায় জড়িত করে নোটিশ দেয়া হচ্ছে। এর প্রতিবাদে স্থানীয় মাওলানা ছৈয়দুল বশর নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। একাধিক বার মসজিদ সংলগ্ন মরিয়মনগর ডিসি সড়কে এই বিক্ষোভ কর্মসূচীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, এলাকার কয়েক শতাধিক জনসাধারণের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির স্বজনরাও অংশগ্রহণ করেন।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী মাদ্রাসার প্রধান ক্বারী এবং অভিযুক্ত ছৈয়দুল বশরের বড় ভাই মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন। বক্তব্য দেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক, উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য আবদুল হালিম তালুকদার, মোহাম্মদ ইয়াকুব, ইউপি সদস্য নুরুল আবছার, নাছির উদ্দীন সামু, সাজেদুল ইসলাম রাসু, মোহাম্মদ আনোয়ার, ওবাইদুল্লাহ, সোলেমান, মো. হারুন প্রমুখ।
তাদের অভিযোগ, ছৈয়দুল বশর নামের ওই ব্যক্তিটি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও গ্রামবাসীর ছাগলখাইয়া দীঘিসহ বিভিন্ন জমির ভূয়া দলিল সৃষ্টি করে দখল করার পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি মসজিদে সে তালা ঝুলিয়েছে এবং এলাকাবাসীকে মামলায় সম্পৃক্ত করে নোটিশ দিয়েছে। এতে ক্ষিপ্ত এলাকাবাসী তার বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। অবিলম্বে তার ভূয়া মামলা প্রত্যাহার এবং বিতর্কিত কর্মকান্ড বন্ধ না করলে আরও বড় বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা করা হবে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। পরে বিক্ষোভ মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এবং বিক্ষুব্ধরা তার কুশপুত্তলিকা দাহ করেন। তবে এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাওলানা ছৈয়দুল বশর তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।













