৩১ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল সংবাদকর্মীর

রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী একট চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

নিহত ইমরান উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে মরিয়মনগর থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আনুমানিক রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী  চাঁদের গাড়ির ধাক্কা দেয় তার মোটরবাইকটিকে। এতে মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরিবারে তার দুই বোন এবং তিনি একমাত্র পুত্র সন্তান ছিলেন। তার এমন মৃত্যুতে বন্ধুবান্ধব ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সংবাদকর্মী ইমরান হোসেনের মরদেহ থানায় আছে। গাড়ির চালক গাড়ি নিয়ে পলাতক।

আরও পড়ুন