২৩ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে নরসুন্দর খুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক নরসুন্দরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার এলাকার নিজ বাড়ির পেছন থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সন্তোষ কুমার শীল (৬৫) রাঙ্গুনিয়ার সফরভাটা ইউনিয়নের মহাজন বাড়ির খগেন্দ্র শীলের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাজারের একশ গজের মধ্যেই তার বাড়ি। রাত ১১টার দিকে মুঠোফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। এরপর সাড়ে ১১টা থেকে তাকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, ‘খোঁজাখুঁজির একপর্যায়ে ১টার দিকে বাড়িতে ফেরার পথে বিলের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সবাই ভেবেছিল হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু পরে দেখা গেল, তার পিঠের উপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।’

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, প্রাথমিকভাবে তাকে কেউ খুন করেছে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।

আরও পড়ুন