২৩ অক্টোবর ২০২৫

রাঙ্গুনিয়ায় নিজ সেলুনে যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় মসজিদ মার্কেটে গতরাতে (১১ জুন) নিজ দোকানে তালা দিয়ে আত্মহত্যা করেছে মিঠুন দাশ (১৮) নামের এক সেলুন ব্যবসায়ী নাপিত।

১নং রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী জানান, নিহত মিঠুন দাশ ১নং রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ার স্বপন দাশের ছেলে। সে তিন ভাই এক বোনের মধ্যে ছোট।

স্থানীয় ও ইসলামপুর ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জানান, প্রতিদিনের মতো সেলুন দোকানি মিঠুন দাশ দোকানের ভেতরে তালা দিয়ে ঘুমাত। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে দোকান খুলতে দেরি দেখে আগতরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাইরে থেকে সাটারের ফাঁক দিয়ে দেখতে পান, সে দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলছে।

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি জানান, খবর পেয়ে পুলিশকে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি দোকানটি ভেতর থেকে তালাবদ্ধ। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লোহার খুন্তি দিয়ে তালা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানা পরিদর্শক রাকিব জানান, ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলে থাকা লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কবির মৃধা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনসহ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন